“হে প্রেম, তোমারে ভেবে ভেবে” বইটিতে লেখা ভূমিকা: ১৯৮৪-র ফেব্রুয়ারিতে ‘রূপসী বাংলা- পাণ্ডুলিপি সংস্করণ প্রকাশ উপলক্ষেই আমাদের প্রকাশনা-বিভাগের জন্ম। ঐ সংস্করণটি প্রকাশের প্রয়োজন না হলে এই প্রকাশনাকর্ম আমরা তখনই শুরু করতাম না।
তার পর থেকেই প্রতিক্ষণ’ পাক্ষিকপত্রে, প্রতি বৎসর প্রতিক্ষণ’-শারদীয়তে, জীবনানন্দ আমাদের নিয়মিত লেখক। ১৯৯৮ সালে প্রধানত পশ্চিমবংলায়, বাংলাদেশে, ভারতের অন্যান্য জায়গায় যে সশ্রদ্ধ আত্নীয়তাবোধ থেকে কবির জন্মশতবর্ষ পালিত হয়েছিল তাতে জীবনানন্দের বৃহত্তম প্রকাশক হিশেবে ‘হে প্রেম, তোমারে ভেবে ভেবে’ এই কাব্যগ্রন্থটি নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম।
এই কাব্যগ্রন্থটি ‘এক’, ‘দুই’ও ‘তিন’-ভাগে বিভক্ত। এক’ অংশে আছে কিছু কবিতার পাণ্ডুলিপিচিত্র ও মুদ্রিত পাঠ। দুই’ এবং “তিন অংশে আছে কিছু কবিতার মুদ্রিত পাঠ।
‘এক’ অংশের প্রতিটি কবিতারই পাণ্ডুলিপি-চিত্র থাকছে। পাঠক নিজেই মুদ্রিত পাঠ মিলিয়ে নিতে পারেন। এই অংশের সম্পাদনা দেবেশ রায়-এর।
একটি সাময়িকপত্রের জীবনানন্দ সংখ্যায় ‘দুই’অংশের কবিতাগুলি পাণ্ডুলিপিচিত্রসহ বেরিয়েছিল। সম্পাদনা করেছিলেন কবি ভূমেন্দ্র গুহ।
আর-একটি সাময়িকপত্রের জীবনানন্দ সংখ্যায় ‘তিন’ অংশের কবিতাটি বেরিয়েছিল।
দীর্ঘদিন পর নতুন আঙ্গিকে জনপ্রিয় এই কাব্যগ্রন্থটি আরেকবার প্রকাশিত হল। আশা করি, জীবনানন্দ অনুরাগী পাঠকদের আবার নতুন করে কবিতাগুলি ভালো লাগবে।