‘বীজ’ বই এর ফ্ল্যাপের লেখা
পিতামাতার একটি সন্তান যখন যৌবন প্রাপ্তিতে সাবলম্বী হয়ে কেবলমাত্র একটি নারীর আকর্ষণে বাবা-মাকে ত্যাগ করে—তখন সমর্থ পিতাও নির্মমভাবে পরিত্যাগ করতে পারেন সেই পুত্রকে। কিন্তু যদি দেখা যায় সেই বুদ্ধিভ্ৰষ্ট পুত্রের সন্তান বিপন্ন তখন আবার সেই অসহায় শিশুকে বুকে তুলে নিতে হয় প্রৌঢ় পিতাকেই কারণ সেই পৌত্র যে বংশবীজ— তাকে আবার মানুষ করে তোলা যে পিতামহের দায়বদ্ধতা ।