“আলোঘর রান্নাবান্না সবজি”
সবজির পুষ্টিগুণ অফুরান। দেহের প্রয়ােজনীয় খনিজ উপাদান ও ভিটামিনের ঘাটতি পূরণে সবজি খুব সহায়ক। এ জন্য দরকার বৈচিত্র্যপূর্ণ স্বাদের রান্না এবং তার নির্দেশনা। তাই আলােঘর রান্নাবান্না : সবজি বইটি সবশ্রেণির মানুষের জন্য হবে প্রয়ােজনীয় একটি গ্রন্থ। এখানে রয়েছে নানান ধরনের সবজির মুখরােচক রেসিপি।