“মানুষের জলছবি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অধ্যাপক ড. মােহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, প্রবন্ধ ও কবিতা লেখার ক্ষেত্রে যেমন বর্তমান সময়কে প্রাধান্য দেন, তেমনি তার সজনশীল ভাবনা প্রকাশের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যতে সমাজ, রাষ্ট্র ও বিশ্বে সেতুবন্ধন তৈরির ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। তিনি যেমন তার বিভিন্ন লেখনির মাধ্যমে তরুণদের মাঝে জনপ্রিয় হয়েছেন তেমনি সব বয়সের মানুষের কাছে প্রশংসিত। নিজে স্বপ্ন দেখেন, অন্যদেরও স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করেন। সবসময় বিশ্বাস করেন মানুষ তার স্বপ্নের সমান বা স্বপ্নের চেয়েও বড়। তাঁর লেখার মধ্যে বহুমাত্রিক নান্দনিক ভাবনা চিরায়ত রূপ লাভ করেছে। লেখার মাধ্যমে মানুষকে নিয়ে যেমন ভাবেন, তেমনি মানুষকে ইতিবাচকভাবে ভাবনায় অনুপ্রাণিত করেন। শিক্ষা, গবেষণা, মানুষের মানসিকতা, সমাজ, বিজ্ঞান, রাষ্ট্র, পৃথিবী, সাহিত্য, নতুনধারণা ও জীবনবােধের প্রকাশ ঘটিয়েছেন তাঁর লেখনিতে। কবিতার আলােয় নতুন পথ পাবেন পাঠক এটিই প্রত্যাশা।