নাইমার মনে সারাদিন নিত্যনতুন রং, রেখা আর নকশা খেলা করে। ঘরের দেয়াল বা দোরগোড়ায় আলপনা আঁকতে গেলে জগতের বাকি সব ভুলে যায় সে। পুরো গ্রামের মেয়েদের মধ্যে ওর আঁকা আলপনাই সেরা। তবে ওর ইচ্ছাটা অন্য সব মেয়ে থেকে একটু ভিন্ন। অর্থ উপার্জন করে পরিবারকে সাহায্য করার প্রবল বাসনা ওর মনে। নাইমার বন্ধু সেলিম মাঝেমধ্যে তার বাবার রিকশা চালায়। নাইমা ভাবে, সে যদি ছেলে হতো!