‘ছোট্ট রাজকুমার’ বইটিতে লেখা গল্পের কিছু অংশ: অনেক দিন আগে একটি বিমান হুড়মুড় করে সাহার মরূভূমিতে এসে পড়ে। এতে বিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর ছোট্ট এক রাজকুমার পাইলটের দিকে এগিয়ে আসে। রাজকুমারের মাথাভর্তি ঝলমলে সোনালি রঙের চুল। সে পাইলটকে বলে, সে একটি ছোট্ট গ্রহ থেকে…….