বাংলাদেশে প্রথম এল নির্বাক বই। কোনো লেখা ছাড়া শুধু ছবি দিয়ে তৈরি বইকে বলা হয় নির্বাক বই। বইটি পড়ার সময় শিশুরা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত ছবির শক্তিকে উপভোগ করবে। তারা নিজেদের ভাষাতেই বুঝে নেবে গল্পটা কিভাবে এগোচ্ছে।নির্বাক বইয়ের সবচেয়ে বড় সুবিধা এ ধরনের বই শিশুর কল্পনাশক্তি বিকাশে সহায়তা করে। এছাড়া বইটি দেখে শিশুরা একেক সময় একেকভাবে গল্প সাজাতে পারে। শিশুদের প্রধানত দৃষ্টিনির্ভর চিন্তার সাথে মিল রেখেই এ ধরনের বই তৈরি করা হয়।