নিউটন তাে যারপরনাই অবাক কী অদ্ভুতকাণ্ড! চোখের সামনে ছােট্ট একটা টিভি ভেসে উঠেছে। স্ক্রিনে কোনােরকম টাচ না করে শূন্যে আঙুল ঘুরিয়ে একটি ভিডিও ক্লিপ ওপেন করল গ্রহবাসী। ভিডিও ক্লিপটি দেখার পর নিউটনের চোখ ছানাবড়া। এ কী করে সম্ভব! গ্রহবাসীর কাছ থেকে সংগ্রহ করা থেকে শুরু করে মিঠু কলমটি কেড়ে নেয়া পর্যন্ত সব ভিডিওচিত্র এখানে আছে। আরও মজার ব্যাপার হলাে এখন কলমটির সর্বশেষ অবস্থানও স্পষ্ট দেখা যাচ্ছে। ওটি এখনও মিঠুর কাছেই আছে। ও কলমটি ওর পড়ার টেবিলে অযত্নে ফেলে রেখেছে। কলমসহ টেবিল ও মিঠুর পড়ার ঘরের কিছুটা অংশ স্পষ্ট দেখা গেল ভিডিওটিতে। একটু পর দেখা গেল মিঠু ওর পড়ার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে। কলমটির মাধ্যমে সবকিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে। নিউটন নিজের শরীরে চিমটি কেটে দেখল। না একদমই স্বপ্ন নয়। পুরাে বিষয়টিই সত্য নিরেট সত্য। এ কী করে সম্ভব হলাে। অবাক বিস্ময়ে কতকক্ষণ চুপ করে রইল। বিজ্ঞান! সবই বিজ্ঞানের খেলা। সময়ের সাথে সাথে বিজ্ঞান মানুষকে আরও কত কী উপহার দেবে কে জানে!