অন্ধকার বিছায়ে বিছায়ে চাঁদ চলে গেছে তার ঘুমের শিথানে, শিশু চাঁদ কত আর জাগে নয়নে মিটে গেছে আজকের মতো তার সাধ। চারপাশে কেঁচোর মতো নীরবতা জমাট বেঁধে গেছে এই পুরো পৃথিবী, পথঘাট, গাছপালা, ঘরবাড়ি সবই এক আঁধারে লেগে গেছে তথা। আমি সেই আঁধারে স্বপ্নের মতো নীরবে নক্ষত্রের ফোঁটা ফোঁটা রং দিয়ে চোখের তুলি ঘুরিয়ে ঘুরিয়ে তোমার ছবি আঁকি বিরহের উৎসবে। সারা আকাশজুড়ে এঁকে যাই ছবিটি একফোঁটা রং হয় না অপচয় যত মাখি তত আরো প্রয়োজন হয় পলকে পলকে হতে থাকে পরিপাটি।