সবর আরবি শব্দ। যার বাংলা অর্থ হল ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। আল কুরআনে অনেক যায়গায় সবর তথা ধৈর্য শব্দটি এসেছে। ধৈর্যের এক অর্থ হচ্ছে কোন কাজের ফল লাভের জন্য তাড়াহুড়া না করা, কোন কাজ করতে যেয়ে সংকল্প হীনতার রোগে না ভোগা, দুঃখ কস্টে ভেঙ্গে না পড়া, লোভ লালসা ও ভয় ভীতি থেকে দূরে থাকা । মুসলিম জীবনের সাথে জড়িয়ে আছেন ধৈর্য। ধৈর্য সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে । অনেকে মনে করেন জীবনভর দুঃখ বয়ে যাওয়া মনে হয় ধৈর্য , এর থেকে মুক্তি পেতে যে নিরলস পরিশ্রম করে যাওয়া যে ধৈর্য তা হয়ত অনেকেই জানেনা। এই বইটিতে সবর/ ধৈর্য সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে ।