হিমালয়ের নদীর জলে সিক্ত করে ভূমি দক্ষিণে তা সাগর পেয়ে মিললো চরণ চুমি। বরাক হতে মেঘনা এসে সেই ধারাকে ধরে বয়ে আনা পলল দিয়ে বঙ্গভূমি গড়ে। সেই ভূমিতে চৌষট্টি প্রশাসনিক জেলা জানতে হবে নামের পিছে মাহাত্ম্য এইবেলা। জেলা’র নামের উৎস খুঁজে জন্ম নিলো বই বইয়ের মাঝে দেশের কথা মন খুলে আজ কই।