“উড়াল” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এই বইটি জেসমিন চৌধুরীর প্রথম উপন্যাস ‘একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা’র দ্বিতীয় খণ্ড। উপন্যাসটির মূল বিষয়বস্তু হচ্ছে পারিবারিক নির্যাতনের দুষ্টচক্র যা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে একজন নারী। বিলেতে বসবাসরত বাঙালিদের জীবনে পারিবারিক নির্যাতনের প্রভাব সম্ভবত বাংলা উপন্যাসে ঠিক সেইভাবে এখনাে উঠে আসেনি। এই উপন্যাসে লেখক সিলেটি, প্রমিত বাংলা এবং ইংরেজি ভাষা ব্যবহার করেছেন, ঠিক যেভাবে বিলেতে বসবাসরত অনেক পরিবারের সদস্যদের মধ্যে কথােপকথন হয়ে থাকে।