আলমপনা উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ইতিহাসের আড়ালে থেকে যাওয়া নবাব সিরাজউদদৌলার পুত্র জমিদার যুগলকিশাের রায়চৌধুরী। তিনি মৃত্যুকালে পুত্র কৃষ্ণনাথ রায়চৌধুরীর কাছে নিজ পরিচয় জানিয়ে যান এবং তার মরদেহ দাহ না করে সমাধিস্থ করার জন্য বলেন। জমিদার যুগলকিশাের রায়চৌধুরীর মা হীরা। নবাব সিরাজউদৌলার সঙ্গে বিয়ের পর তার নাম হয় আলেয়া। নবাব আলিবর্দি খাঁ নিজে এই বিয়ের ব্যবস্থা করেন। আলমপনা নবাব সিরাজউদদৌলা ও তাঁর পুত্র জমিদার যুগলকিশাের রায়চৌধুরীর দেশপ্রেম ও সাহসের কাহিনি। আলমপনা ইতিহাসের দুই নায়কের জীবনে ঘটে যাওয়া এক করুণ আখ্যান। সাহসী নারীর কথা।