শ্রেষ্ঠ গল্প

৳ 240.00

লেখক নোংথোম্বম কুঞ্জমোহন সিংহ
প্রকাশক তিউড়ি প্রকাশন
আইএসবিএন
(ISBN)
9789844240025
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৯৬
সংস্কার 1st Published, 2019
দেশ বাংলাদেশ

যদিও আমার মাতৃভাষা মণিপুরি, আমি বড় হয়েছি বাংলা ভাষা ও সংস্কৃতির পরিমণ্ডলে। সত্যি কথা বলতে, বাংলা আমার ধাত্রীভাষা। ফলে মণিপুরি ও বাংলা এই দুই ভাষা ও সংস্কৃতির জগতে অবাধ বিচরণের দুর্লভ সুযােগ আমি পেয়েছি। এই দুই প্রাচীন ভাষা ও সংস্কৃতির মধ্যে রয়েছে সাড়ে তিনশ বছরের নিবিড় সংযােগ। অষ্টাদশ শতাব্দীর গােড়ার দিকে মণিপুরের অধিবাসীরা শ্রীচৈতন্যদেবের প্রবর্তিত বৈষ্ণবধর্মে দীক্ষিত হন। নিজস্ব সাংস্কৃতিক ধারার সঙ্গে বৈষ্ণব ভাবাদর্শের সংমিশ্রণ সৃষ্টি হয়। মণিপুরি ধ্রুপদি নৃত্য রাস ও নট সংকীর্তন। পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ এই মণিপুরি নৃত্যকে ভিত্তি করে শান্তিনিকেতনে নৃত্যচর্চার সূচনা করেন। আধুনিক মণিপুরি সাহিত্য ও থিয়েটার প্রেরণা পেয়েছে বাংলা থেকেই।
মণিপুরি নৃত্য ও থিয়েটার বাংলায় যতটা পরিচিতি পেয়েছে এর সাহিত্য কিন্তু বাংলার পাঠকের কাছে অধরাই রয়ে গেছে। অথচ শরৎচন্দ্রের সমগ্র রচনা, বঙ্কিম, মধুসূদন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ সহ অনেকের রচনা মণিপুরি ভাষায় অনূদিত হয়েছে। সে অর্থে মণিপুরি সাহিত্য বাংলা ভাষায় তেমন অনুবাদ হয়নি। গত তিন শতাব্দী ধরে এই দুই ভাষাগােষ্ঠীর লােকেরা নিজেদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান করেছে। সংস্কৃতি সমন্বয়ের এই ঐতিহ্যের ধারাকে অব্যাহত রাখার জন্যই মণিপুরি সাহিত্যের উৎকৃষ্ট রচনাসমূহ অনুবাদের মাধ্যমে বাংলার পাঠকের কাছে পৌছে দেয়া দরকার বলে আমার মনে হয়েছে।

বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ