“পৌরাণিক অভিধান” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আপনার ‘পৌরাণিক অভিধান উত্তম হয়েছে। এরকম একটি বইয়ের খুব অভাব ছিল। সকল জাতিরই সাহিত্যের সঙ্গে ঐতিহ্য আর পুরাণ জড়িত। ইওরােপে পেগান ধর্ম লােপ পেয়েছে, কিন্তু পেগান গ্রীস আর রােমের পুরাণ উওরােপীয় সাহিত্যকে বিলক্ষণ প্রভাবিত করেছে। ভারতের প্রাচীন ধর্ম লােপ পায় নি, সে কারণে আমাদের সাহিত্যে ভারতীয় পুরাণের প্রভাব অনেক বেশি। ৬০/৭০ বৎসর আগে যখন বাঙলা গল্পের বই বেশি ছিল না, তখন লােকে সাগ্রহে রামায়ণ, মহাভারত আর পুরাণ পড়ত । তার ফলে এবং যাত্রা কথকতা ইত্যাদি শুনে জনসাধারণ প্রচুর পৌরাণিক জ্ঞান লাভ করত। আধুনিক বাঙালীর পুরাণের সঙ্গে তেমন পরিচয় নেই। আপনার এই সুসংকলিত সুমুদ্রিত সুপাঠ্য বইটি লেখক পাঠক ছাত্র শিক্ষক গবেষক প্রভৃতি সকলেরই খুব কাজে লাগবে ।