‘অবিশ্বাস্য সুন্দর পৃথিবী’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ “…আমি স্ট্রেচারে শুয়ে আকাশের দিকে তাকিয়েছি। আকাশে ভরা একটি চাঁদ ঠিক মাথার ওপরে আমার দিকে স্নেহভরে তাকিয়ে আছে। নির্মেঘ আকাশে বিশাল একটি চাঁদ, জ্যোৎস্নার আলোতে চারপাশ থইথই করছে, কী আশ্চর্য একটি দৃশ্য। আমি বুভুক্ষের মতো তাকিয়ে রইলাম। আমার মনে হলো, কী অবিশ্বাস্য সুন্দর এই পৃথিবী! এই অপূর্ব সৌন্দর্য আমি দেখতে পাব? সৃষ্টিকর্তা এই অবিশ্বাস্য সৌন্দর্য দেখার জন্যে আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন?”
ভূমিকা ২০১৮ সালের মার্চ মাসের ৩ তারিখ আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ছেলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার খুব সৌভাগ্য আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। কোনো একটি বিচিত্র কারণে আমি কখনোই এই ছেলেটির প্রতি কোনো ধরনের ক্রোধ কিংবা ক্ষোভ অনুভব করিনি। আমি এই ছেলেটির সাথে দেখা করেছিলাম, কথা বলেছিলাম। একজন মানুষের জন্য এই অভিজ্ঞতাটি এত বিরল যে আমার মনে হয়েছে, সেই অভিজ্ঞতাটুকু লিখে রাখা প্রয়োজন। সে জন্যেই আমি এটা লিখেছি।
এই ঘটনার পর দেশের মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার প্রতিদান দেয়া কারো পক্ষে সম্ভব নয়। আমি তার চেষ্টাও করব না।
মুহম্মদ জাফর ইকবাল
১২, জানুয়ারি, শাবিপ্রবি, সিলেট