গুপ্তধন অভিযানে বেকুমামা হাসান মোস্তাফিজুর রহমান বেকু মামা এবার যাচ্ছে গুপ্তধন অভিযানে। সঙ্গে যথারীতি তার অভিযান সহকারী বাবুল। এবার অবশ্য তাদের সঙ্গে জগলুলও রয়েছে। অসম সাহসী এক যুবক। ভয়-ডর কাকে বলে জানে না। কোনো বিপদকেই গ্রাহ্য করে না। এ এক ভয়ঙ্কর গা শিউরানো অভিযান। যেতে হবে সাজেক উপত্যকা দিয়ে অত্যন্ত দুর্গম এক অঞ্চলে। ওখানে প্রাচীন এক মন্দির। সেই মন্দিরের ভেতরে লুকানো আছে কোটি কোটি টাকা মূল্যের হীরে-চুন্নি-পান্নাসহ মহামূল্যবান সব রতœ। ভাগ্নে হাবুল আর জগলুলকে সঙ্গে নিয়ে সাজেক উপত্যকা দিয়ে এগিয়ে চলছে বেকুমামা। চাদিকে উঁচু উঁচু পাহাড় আর ভীষণ ঘন বন। অত্যন্ত হিং¯্র সব প্রাণী আর ভয়ঙ্কর শ^াপদে ভরা। এ বনে রাত আরও ভয়ঙ্কর। অশুভ প্রেতাত্মাদের মত কুচ কুচে কালো রাত নেমে আসে এ বনে। ভয়ঙ্কর এ বনের কোথায় আছে ওই মন্দির? তারা কি শেষ পর্যন্ত খুঁজে পাবে ওই মন্দির? পেলেও ধনরতœ নিয়ে ফিরে আসতে পারবে? অবিশ^াস্য এক এ্যাডভেঞ্চার কাহিনি নিয়ে এ গল্পে…..