সায়মন সে বিভিন্ন গ্রহের বিরল প্রজাতির প্রাণি সংগ্রহ করেন। তবে ব্যবসার কাজে অনেক দিন গ্রহের বাইরে থাকায় পৃথিবী থেকে আনা পিরানহাসহ অন্যান্য প্রাণিগুলাে মারা যায়। ব্ল্যাক। মার্কেট খুঁজে শেষ পর্যন্ত সন্ধান পান স্যান্ডকিংস। নামক এক বিচিত্র প্রজাতির প্রাণির। মাছের। একুরিয়ামকে মিনিয়েচার মরুভূমিতে রূপান্তর করে স্যান্ডকিংস পােষা শুরু করেন। তবে স্যান্ডকিংসগুলাে এক বিশেষ ধরনের প্রাণি, সুক্ষ টেলিপ্যাথিক ক্ষমতা সম্পন্ন এই প্রাণিগুলাে পােষতে হলে মানতে হয় বিশেষ কিছু নিয়ম। কিন্তু নিয়মের তােয়াক্কা না করে সায়মন ক্রেস শুরু করেন অসুস্থ পৈশাচিকতা। আর তারপর…