“ফুলন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিচিত্র এক জীবন। অনন্য সাধারণ এক নারী। সম্রান্ত জমিদার, বিত্তশালী-জোতদার, ক্ষমতাবান ভূ-স্বামীদের নির্যাতন ও শােষণের ভিত্তিমূল নাড়িয়ে দেওয়া একজন, ইতিহাসে যে এক দ্রোহের প্রতিশব্দ। নিপিড়িতের পক্ষে দাঁড়ানাে যেন এক রূপকথার কিংবদন্তী। লুট করে, তবে ঝুট করে না। কেড়ে নেয়, তবে বিলিয়ে দেয়। কারাে ঘুম হারাম করে, কারাে জীবনে আনে আরাম-স্বস্তি। সর্বসাধারণের নিকট হয়ে ওঠে পূজনীয়, তবে তার নিজের জীবনে অন্ধকার কাটে না। প্রতি পদে পদে মৃত্যু এসে দাঁড়ায় দুয়ারে, সে হার মানে না। মরতে মরতে উঠে দাঁড়ায় আবার, লড়ে যায়। তীব্র প্রতিশােধের নেশায় দুঃসাহসী চিত্তে। কেঁপে ওঠে গােটা ভারতবর্ষ। খুন-ধ্বংস, হিংসা-প্রতিশােধ, । নিপীড়ন-প্রতিরােধ, দুর্ধর্ষ-ভয়ংকর-দুর্দমনীয় ছুটে চলা সব মিলিয়ে ‘ফুলন’ এক রােমহর্ষক জীবনের আখ্যান। আমন্ত্রণ ‘ফুলন’ অভিযাত্রায়।