“বাঙ্গালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাঙালির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা, বাঙালি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন সত্তা। তাঁর দেশপ্রেম, সাংগঠনিক দক্ষতা, মানবতাবােধ তাঁকে বিশ্ব নেতার মর্যাদায় আসীন করেছে। ইতিহাসের শ্রেষ্ঠ মহানায়ক হিসেবে তিনি কালােত্তীর্ণ জীবন্ত কিংবদন্তি। অগ্নিপুরুষ ‘ম্যান অব ফায়ার হিসেবে বিশ্বনন্দিত।। বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত যারা লিখেছেন, তাঁর জীবনের নানা দিক সম্পর্কে আলােকপাত করেছেন তাঁদের উল্লেখযােগ্য লেখনির সংকলন এই গ্রন্থ। দেশে কিংবা বিদেশে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ ও সংগ্রামের জ্বলন্ত দৃষ্টান্ত। তার বিশ্বকাপানাে ভাষণ ও মহান সংগ্রাম একটি ঘুমন্ত, দিকভ্রান্ত জাতিকে মাত্র নয় মাসের সংগ্রামে স্বাধীনতা এনে দিয়েছে। পৃথিবীতে এত অল্প সময়ে। কোনাে জাতি স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়নি। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপি একটি জ্বলন্ত দৃষ্টান্ত, একটি জাতির স্বাধীনতা সংগ্রাম ও আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত করণের মূলমন্ত্র। যে আদর্শ সার্বজনীন। সকল জাতির সংগ্রাম ও মুক্তিলাভের আদর্শ মডেল। হিসিবে অনুসরণীয় হওয়ার দাবী রাখে। তাই বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির মহানায়কই নয় বরং বিশ্বের নিপীড়িত নির্যাতীত মানুষের মুক্তির প্রেরণা। তাই বঙ্গবন্ধুকে রাজনীতির মহাকবি বললেও অত্যুক্তি হবে না। দেশের। বিদগ্ধ কবি, সাহিত্যিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ মহানায়কের জীবনের নানা অবদানের কথা লেখার মাধ্যমে তুলে ধরেছেন। সেসব নিয়েই এই সংকলন।