“রূপকথার জাদু” বইয়ের ফ্ল্যাপের লেখা:
শিশুদের মানসিক বিকাশে বইয়ের কোনাে বিকল্প নেই। খুব ছােট থাকতেই যদি আমরা তাদের হাতে বই তুলে দিই তবে একটু বড় হয়ে সেই শিশু মােবাইল বা টিভি স্ক্রীনে সময় কাটানাের চেয়ে একটি ভাল বই পড়াকে প্রাধান্য দেবে। শিশুরা দেখে শেখে। এ বইটিতে ১০টি গল্প আছে। বইটি এমনভাবে সাজানাে হয়েছে যাতে করে মা-বাবা তাদের। শিশুর সাথে কিছু সুন্দর সময় কাটাতে পারেন। এখানে গল্পের সাথে ছবি দেয়া আছে, আর আছে নানান অ্যাক্টিভিটি। বইটি আপনার শিশুর ভালাে লাগবে বলে আমাদের বিশ্বাস। আপনার শিশুর হাতে বই তুলে দিয়ে বই পড়বার অভ্যাস ছােট থেকেই গড়ে তুলুন।