পৃথিবী অনেক সুন্দর। ক্লাশ টু এ পড়া মেয়েটা যখন ধর্ষিত হয়, তখনাে সুন্দর। সারাজীবন কষ্ট করে যাওয়া বাবা মা যখন বৃদ্ধাশ্রমে বসে মৃত্যুর অপেক্ষা করে সেটাও সুন্দর।
জীবন সবসময় সুন্দর। মেয়েটার পুতুল খেলার বয়সে যখন বাপের বয়সি কারাে সাথে অন্ধকারের খেলা খেলতে হয় তখনাে সুন্দর। এত দিনের স্বপ্ন দেখানাে মানুষটা চলে যাওয়ার পরে বুকের ভেতরটা যখন কেঁপে ওঠে তখনাে জীবন সুন্দর।
সন্তান থাকা স্বত্বেও রাস্তায় যে বৃদ্ধা ভিক্ষা করে খাচেছ তার কাছেও জীবন সুন্দর। এক্সিডেন্টে এক পা হারিয়ে যাওয়া মানুষটার কাছেও জীবন সুন্দর। আপনি সকালে নাস্তা খাচ্ছেন, ভার্সিটি যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, বন্ধুদের সাথে আড্ডা মারছেন। রাতে নিয়ম করে ফেসবুক চ্যাট করছেন, আপলােড করা সেলফিতে লাইক গুণছেন, রাতে খাটের উপর ঘুমাচ্ছেন এরপরেও আপনার কাছে জীবন অসুন্দর? বেঁচে থাকা কষ্টের?? সিরিয়াসলি???