কথায় কথায় ও গল্পে অসি বলেছিল-তার তেরাে বছরের চোখ দিয়ে দেখা-পাকিস্তানি হানাদারবাহিনীর এদেশের মানুষকে হত্যা করা ও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা। তাদের দালাল, দোসর, জামাত, আলবদর, আলশামস ও রাজাকারদের পৈশাচিক তাণ্ডব ও মানুষ খুনের কথা। ২৬শে মার্চের পরপরই অসির বাবা ও মাকে পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা ধরে নিয়ে যায়।
অসির মায়ের সুন্দর নকশা করা একটি বড়াে বাস (ট্রাঙ্ক) ছিল। তার মধ্যে অসির মায়ের অনেক গহনা, শখের জিনিস এবং অসিদের প্রিয় কাপড়-চোপড় ছিল। এই সুন্দর বাক্সটিও রাজাকাররা নিয়ে যায়।
অসি মার্চ মাস (১৯৭১) থেকেই বাবাকে খুঁজছে, মাকে খুঁজছে, ছোটোবােনটি এক মাস পর হারিয়ে যায়। তাকেও পাগলের মতাে খুঁজে বেড়াচ্ছে।