মিস কেন্টন খানিক থামলেন। তারপর আবার বলা। শুরু করলেন, কিন্তু তার মানে এই নয়, মাঝে মাঝে কোনাে নির্জন মুহূর্ত আসে না। অবশ্যই আসে; তখন। নিজের সাথে কথা বলা চলে, জীবন নিয়ে আমি কী। ভুল করেছি! তখনই আলাদা একটা জীবনের কথা। মনে হয়, আরেকটা অধিকতর ভালাে জীবন পাওয়া। যেত —এমন মনে হয় । উদাহরণ হলাে, আপনার। সাথে একটা জীবন কাটানাের কথা আমার ভাবনা জুড়ে থাকে। আপনি আমি মিলে সে জীবনটা গড়তে পারতাম। তখনই আমি অস্থির হয়ে যাই, সামান্য। ব্যাপারে রেগে বাড়ি পছড়ে চলে যাই। কিন্তু। প্রতিবারই বাড়ি ছেড়ে যাওয়ার পর পরই বুঝতে পারি, আমার আসল জায়গা আমার স্বামীর কাছে। মােটের ওপর ঘড়ির কাঁটা আর পেছনের দিকে ফেরানাের উপায় নেই। যা ঘটতে পারত কিন্তু ঘটেনি। তা নিয়ে পড়ে থাকা যায় না। বুঝতে হবে, অন্যরা যা পেয়েছে আমি তার চেয়ে কম পাইনি, বরং বেশি । পেয়েছি জীবনে। সুতরাং কৃতজ্ঞ থাকতে হবে । ।