আমি তার দিকে তাকালাম, দেখলাম। সূর্য প্রথমবারের মতাে আমার মুখােশহীন মুখে চুমাে খাচ্ছে । সূর্যের প্রতি ভালােবাসায় আমার অন্তর ভরে গেল। ভাবলাম, আমার আর মুখােশের দরকার নেই ।। মােহগ্রস্ত আমি চিৎকার করছি, আশীর্বাদ, আশীর্বাদ করি সেই চোরকে যে আমার মুখােশ চুরি করেছে ।। এভাবেই আমি পাগল হলাম বইটি সম্পর্কে মন্তব্য দিতে ও নিয়মিত আপডেট পেতে ।