তখন মাঝরাত। ড্যানির খেলার ঘর থেকে আচমকা কিছু শব্দ ভেসে এল। ওহ হো! শব্দ তো আসছে ওর খেলনার বাক্স থেকে! কি আশ্চর্য! ড্যানি যতই ওর খেলনার বাক্সের কাছে যায়, ধীরে ধীরে ততই ছোট হয়ে যাচ্ছে! এসব হচ্ছেটা কী? তুমি কি আরওতজানতে চাও? চলো, না হয় গল্পটা পড়েই দেখি আসল ঘটনা কী।