“ক্রীড়াবালিকা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ঠিক কোন সময় মানুষ নিজের হাতে আইন তুলে নেয়? কোন সময় প্রেম হয়ে যায় অস্ত্র? কোন সময় যৌনতা হয়ে যায় সেই অস্ত্রের বুলেট? নীরা খাটের পাশের টেবিলে রাখা বিয়ারের ক্যানে শেষ চুমুক দিতে দিতে ল্যাম্পশেডটা সরায়। এবার নিজের কলমদানী থেকে তুলে আনা জেল কালির কলমটি দিয়ে পােস্টারের নীচে ছােট্ট করে লেখে- So play it, my dear play-girl! এরপর ল্যাম্পশেড দিয়ে জায়গাটা ঢেকে দেয় আবার। বিয়ারের ক্যানের সমস্তটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলার পর। কেবল ল্যাম্পশেড নামের জড় বস্তুটি আর নীরা নামের মেয়েটিই জানতে পারে— জগতে খেলাই সত্য। সেটি হােক প্রেমের, অথবা প্রতারণার। সুতরাং খেলায় তােমাকে স্বাগতম, ক্রীড়াবালিকা!