ঘােড়ার ডিম কি কখনাে হয়? এ কথা জানত না সহজ-সরল ছেলেটি। আর একটু বােকাসােকা ছিল বলে সবাই তাকে ডাকত ‘হাবা’। তার সারল্যের সুযােগ নিয়ে চালাক লােকেরা তাকে বােকা বানিয়ে মজা পেত। তবে হাবাগােবা হলেও সে ছিল সৎ আর তার ছিল অপার কৌতূহল। তাই সত্যিই ঘােড়ার ডিম আছে মনে করে সে শুরু করে অনুসন্ধান। এরপর বিচিত্র ও রােমাঞ্চকর সব অভিজ্ঞতা। এভাবেই জীবনের পথে যাত্রা ও বড় হয়ে ওঠা। পরবর্তীকালে আবুল হােসেন নামে তার সফল ও সুন্দর জীবনে প্রতিষ্ঠা। লেখক মিজানুর রহমান এত চমৎকারভাবে এই গল্পটি তৈরি করেছেন যে, রূপকথাকেও হার মানায়। গল্পের ভেতরে এত মজা লুকিয়ে আছে। যে, শুরু করলে থামার উপায় নেই। ছােটদের জন্য লেখা হলেও বড়রাও এ গল্প থেকে প্রচুর আনন্দ পাবেন।