“হাসির সেরা: জোকস্সমগ্র” বইয়ের ফ্ল্যাপের লেখা:
গৃহশিক্ষক ছাত্র পড়াচ্ছেন। এ সময় ছাত্রের পিতা রুমে ঢুকে গৃহশিক্ষককে প্রশ্ন করলেন- – আচ্ছা মাস্টার সাহেব, আমার ছেলে ইতিহাসে কেমন করছে? আমি নিজে ইতিহাসে কোনােদিনই ভালাে করতে পারি নি।
মাস্টার সাহেব তাই তাে দেখছি।
ছাত্রের পিতা : সেটা আবার কী?
মাস্টার সাহেব : ইতিহাসের পুনরাবৃত্তি।
এক সৎ মানুষ ও দুধ ব্যাপারীর মধ্যে কথােপকথন-
সৎ মানুষ : এই ব্যাটা দুধের মধ্যে পানি মিশালি কেন? কথা দে আর কখনাে দুধে পানি মিশাবি না।
দুধ ব্যাপারী : জি হুজুর কথা দিলাম, আর দুধে পানি মিশাবাে না।
(পরের দিন)
সৎ মানুষ : কিরে ব্যাটা কালকে না কথা দিয়েছিলি দুধে পানি মিশাবি না।
দুধ ব্যাপারী : জি হুজুর কালকে কথা দিয়েছিলাম দুধে পানিমিশাবাে না। আজকে তাে আমি দুধে পানি মিশাই নাই। আজকে পানিতে দুধ মিশাইছি।
এরকম অসংখ্য মজার জোকস পেতে, হাসতে হাসতে পেটে খিল ধরাতে চাইলে পড়তে হবে এই বইটি।