”শ্রেষ্ঠ উপন্যাস” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
চলচ্চিত্রে রূপায়িত তাঁর শ্বেতপাথরের থালা’ উপন্যাসটির সুবাদে বৃহত্তর জনগােষ্ঠীর মুখে-মুখে চলে আসে বাণী বসুর নাম। তবে বাংলা সাহিত্যের যারা নিয়মিত পাঠক, তারা অবশ্য আগে থেকেই জেনে নিয়েছেন যে, ঔপন্যাসিক হিসেবে কী প্রবল শক্তিমত্তা। নিয়ে আবির্ভাব বাণী বসুর। নভেলেট নয়, এযুগে যা বিরল সেই ধ্রুপদী রীতির উপন্যাসই লেখেন বাণী বসু। দুরন্ত নিটোল একটি মূল কাহিনীর সঙ্গে ওতপ্রােতভাবে মিশিয়ে দেন দারুণ কৌতূহলকর কিছু উপকাহিনি। ঔপন্যাসিক বাণী বসু একের পর এক লিখে চলেছেন অসম্ভব ভালাে লাগা সব কাহিনী । লেখালেখির ক্ষেত্রে তাকে কখনাে পিছনে ফিরে তাকাতে হয়নি । তিনি তার উপন্যাসে জীবনকে নানা দিক থেকে দেখার প্রত্যয় ও দায়বদ্ধতা অনুভব করেছেন সবসময়।