“হোমিও সূত্রসার” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাবিজ্ঞান হােমিওপ্যাথি। এই প্রাকৃতিক মানবহিতৌষী চিকিৎসা বিজ্ঞান সুস্পষ্ট নীতি, আদর্শ, কলা ও বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের সাথে সরাসরি যুক্ত থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে।
এই গ্রন্থে সারা বিশ্বের তিন শতাধিক হােমিওপ্যাথ, হােমিও-দার্শনিক ও গবেষক হােমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে যেসব আলােচনা করেছেন, উপদেশ দিয়েছেন এবং অবশ্য মান্যতার কথা বলেছেন, তারই সংকলন করা হয়েছে। সব পর্যায়ের হােমিওপ্যাথি প্র্যাকটিশনার, শিক্ষক, ছাত্রছাত্রীদের অবশ্যই সংগ্রহযােগ্য একটি গ্রন্থ বলে আমরা বিশ্বাস করি।