কবিতাসমগ্র-৬

৳ 630.00

লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
আইএসবিএন
(ISBN)
9789350400630
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৬০
সংস্কার 1st Edition, 2018
দেশ ভারত

“কবিতাসমগ্র-৬” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এ-কালের অগ্রণী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বিশ শতকের প্রথম-চতুর্থাংশ অতিক্রান্ত হবার আগেই তাঁর জন্ম; অথচ, আশ্চর্য ব্যাপার, সেই শতকের প্রান্তরেখা সম্পূর্ণ পেরিয়ে গিয়ে যখন নূতন শতকে ঢুকছেন, তাঁর পদক্ষেপ তখনও সমান দুঃসাহসী, তখনও জরার জং ধরেনি তাঁর কবিকণ্ঠে। যৌবনবয়সে যেমন ছিল, আজও তেমনি তেজী ও টাটকা তার মানসিকতা; একইসঙ্গে, কবিতার নব-নব দিগন্ত অন্বেষণে ও উন্মােচনে তিনি আজও সমান ক্লান্তিহীন। এই রুণ সমাজের ব্যাখ্যাতা তিনি, এই দুঃস্থ দিবসের ভাষ্যকার। তাঁর দৃষ্টি যখন মানবসমাজের দিকে, তাঁর চোখে তখন অপার করুণার পাশাপাশি ঝিলিক দিতে থাকে অসীম কৌতুক; আর অন্তহীন বৈপরীত্যে ভরা এই সময়ের কথা যখন বলেন তিনি, তখন তার আর্তি যেমন আমাদের অভিনিবেশের দখল নিয়ে নেয়, তার প্রতিবাদও তখন আমাদের মর্মমূলে বাজতে থাকে। প্রেম, প্রতিবাদ, করুণা, কৌতুক, ব্যঙ্গ, বেদনা, শ্লেষ ও সহানুভূতির এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে তার কবিতায়, যার দীপ্তি ও দ্যোতনা আমাদের গােটা জীবন জুড়ে ছড়িয়ে যায়। যে-কবি সব সময়েই সমকালের সঙ্গী, এবং ঐতিহ্যকে অস্বীকার না-করেই যিনি ক্রমাগত বাড়িয়ে চলেছেন তার সীমানা, তার মানসিক বিবর্তনের বাঁকগুলিকে যাঁরা নির্ভুল চিনে নিতে চান, নীরেন্দ্রনাথের সামগ্রিক কবিকর্ম এই কবিতাসমগ্র তাদের সংগ্রহ করাই চাই।

Nirendra Nath Chakraborty
(১৯ অক্টোবর ১৯২৪-) একজন ভারতীয় বাঙ্গালি কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্হ। এই কাব্যগ্রন্হ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত।
তাঁর শৈশবের পুরোটাই কেটেছে পূর্ববঙ্গে যা বর্তমান বাংলাদেশ, ঠাকুরদা আর ঠাকুমার কাছে। কবির ঠাকুরদা কর্মজীবন কাটিয়েছেন কলকাতায়। কর্মজীবন শেষে ৫০ বছর বয়সে কলকাতার পাট চুকিয়ে বাংলাদেশের ফরিদপুর বাড়ি চান্দ্রা গ্রামে চলে আসেন। তার বাবা কলকাতাতেই ছিলেন। কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করতেন। দুই বছর বয়সে কবির মা বাবার কর্মস্থল কলকাতায় চলে যান। কবি থেকে যান ঠাকুরদার নাম লোকনাথ চক্রবর্তীর কাছে। গ্রামে কাটিয়েছেন মহা স্বাধীনতা—ইচ্ছেমতো দৌড়ঝাঁপ করে। কখনো গাছে উঠছেন; কখনো আপন মনে ঘুরেছে গ্রামের এই প্রাপ্ত থেকে অন্যপ্রাপ্তে। চার বছর বয়সে কবির কাকিমা বলছিলেন, ‌'তুই তো দেখছি কবিদের মতোন কথা বলছিস!' সেই সময়েই মুখস্থ করেছিল গ্রামে কবিয়ালরা, কবিগান,রামায়ণ গান। গ্রামের দিনগুলো খুব সুন্দর কেটেছেন তাই তিনি এ গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় যেতে চাইতেন না। তবে ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। এখন তিনি কলকাতায় থাকেন।
১৯৭৪ সালে সাহিত্য আকাদেমি, তারাশঙ্কর-স্মৃতি ও আনন্দ শিরমণি পুরস্কার ও সম্মাননা লাভ করেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ