“মিশন ফাহিমা” বইয়ের পেছনের কভারে লেখা:চট্টগ্রামের পথশিশুদেরকে শিক্ষাদানের জন্য পটিয়া স্টেশনে প্রতিষ্ঠা করা হয়েছে নগরফুল হলিডে স্কুল। ফাহিমা নগরফুল স্কুলের একজন মেধাবী ছাত্রী। ঈদ উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদেরকে নতুন জামা প্রদান করছে। ফাহিমা তাদের স্কুলে নতুন জামা আনতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কী ছিল ফাহিমার নিখোঁজ হওয়ার কারণ? সাইফুল্লাহ একজন নামকরা সিআইডি অফিসার। যখন কোন কেসের গােলক ধাঁধা ভেদ করতে অন্যান্য অফিসারেরা। ক্লান্ত হয়ে পড়ে, তখন কেসটি সাইফুল্লাহর কাছে হস্তান্তর করা হয়। সাইফুল্লাহ অনায়াসে কেসটি সমাধান করে ফেলে। ফাহিমার নিখোঁজ কেসটি সমাধানের দায়িত্ব দেয়া হয় সাইফুল্লাহকে । যার ফলে শুরু হয় মিশন ফাহিমা অভিযান! সাইফুল্লাহ কী পারবে অভিযানটিতে সফল হতে?