শৈশবেই শেখ মুজিবুর রহমানের কথা শুনেছি। আমার উৎস ছিল আবদুল মতিন মাষ্টার নামে আমার এক মামা। আমাদের এলাকায় ঔষধের অনুপান হিসাবে যখন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যেত না তখন তিনি ছিলেন কোতােয়ালী থানার একনিষ্ঠ আওয়ামী লীগ সমর্থক। মামা শেখ মুজিবের ভক্ত ছিলেন বলে মুসলিম লীগাররা যখন শেখ মুজিব সম্পর্কে কটু কথা বলতেন তিনি উচ্চ কণ্ঠে তার প্রতিবাদ করতেন। মামা আমার বাবার বন্ধু ছিলেন এবং দু’জনেই স্বদেশী আন্দোলনে জড়িত হয়ে পড়াশােনা ছেড়ে দিয়েছিলেন। আমার অকাল পিতৃ বিয়ােগের কারণে মামার সান্নিধ্য ছােট বেলায় আমাকে রাজনীতিমুখী ও মুজিব সস্পর্কে জানতে সহায়তা করেছে।