“কমন মিসটেকস ইন ইংলিশ” বইটির সম্পর্কে কিছু কথা:
যাদের মাতৃভাষা ইংরেজি নয় সে সব শিক্ষার্থীদের প্রয়ােজন উপযােগী করেই পুস্তকটি রচিত। সাধারণ ভুলগুলাে তারা যেন শুদ্ধভাবে ব্যবহার করতে পারে, সেটাই পুস্তকটির লক্ষ্য। সম্পূর্ণ পুস্তকটিতে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে সাধারণ ভুলগুলােকে চিহ্নিত করা হয়েছে, পরে তার শুদ্ধ রূপ দেখা হয়েছে; শেষে যেখানে যেখানে প্রয়ােজন সেখানে ভুলগুলাের সরল ব্যাখ্যা দেয়া হয়েছে এবং যথােপযুক্ত ব্যবহারবিধি বর্ণিত হয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধ ব্যবহার স্মরণ রাখতে পারে সে জন্য পুস্তকটির শেষাংশে অনুশীলনী সংযুক্ত হয়েছে।
বিস্তারিত সমস্যা পুস্তকটিতে আলােচিত এমন দাবি করা যাবে না। তথাপিও বলা যায়, ইংরেজি মাতৃভাষা নয় এমন শিক্ষার্থীরা বাস্তবে যে সব সমস্যার সম্মুখীন হয়, দীর্ঘ দিনের পর্যবেক্ষণে তাদেরকে যে সব ভুল প্রায়ই করতে দেখা গেছে সে সব ভুলগুলােকে উদাহরণ ধরেই পুস্তকটি রচিত।