কুরআন শিক্ষাদান বিষয়ক ছয়টি মূলনীতি:
১। হরফসমূহকে স্ব স্ব মাখরাজ হইতে সঠিকভাবে উচ্চারণ করানাে।
২। যবর, যের, পেশকে স্পষ্ট করিয়া পড়ানাে, মাজহুল না পড়ানাে।
৩। যবর, যের, পেশকে দীর্ঘ করিয়া না পড়ানাে যাহাতে ইহা আলিফ, ওয়াও, ইয়া-এ রূপান্তরিত না হইয়া যায়, এবং মাজহুল না পড়ানাে।
৪। মদের হরফ তথা আলিফ, ওয়াও, ইয়াকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়ানাে, কোন অবস্থাতেই যেন এক আলিফ পরিমাণের বেশী বা কম না হয়।
৫। কুরআন শরীফের মধ্যে টানিয়া পড়ার অংকিত চিহ্নগুলাের সহিত শিশুদেরকে পরিচিত করিয়া দেওয়া
৬। গুন্নাহ ও ইযহারের স্থানগুলাে সম্পর্কে শিশুদেরকে সঠিক ধারণা দেওয়া এবং নিজে গুন্নাহ ও ইযহার আদায় করিয়া তাদেরকে বুঝাইয়া দেওয়া।