“মোটরযান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘মােটরযান’ হচ্ছে মােটরগাড়ি সংক্রান্ত যাবতীয় বিষয়সমগ্রের ক্ষুদ্রতম এবং ঘনীভূত শব্দ। গাড়িসংশ্লিষ্ট অতীত অধুনা, সাহিত্য-বিজ্ঞান, বিকিকিনি-বিধিমালা, ব্যবহার যত্ন, দায়িত্ব-কর্তব্য, ইতিহাস-আভিজাত্য দুর্ঘটনা শাস্তি-পুরষ্কার যাবতীয় বিষয়কে ধারণ করতে এই মােটরযানের চাইতে বিস্তরবিস্তারি শব্দ আর হয় না। একক শব্দ দিয়ে সমুদয়কে ধারণ করার গর্ভমাহাত্মকে প্রকাশ করতে এই নামকরণ ‘মােটরযান। ১৮৮৫ খ্রিস্টাব্দে জার্মানির কার্ল বেস্ জ্বালানিচালিত ইঞ্জিনের গাড়ির প্রচলন করেন। একই বছরে একই দেশের গটলিপ ডাইমলার ঐ ইঞ্জিনের মান উন্নত করেন। শেষে আমেরিকার চার্লস ডুরিয়ে, জে, ফ্রাংক ডুরিয়ে, এলউড হেইথ, হেনরি ফোর্ড, র্যানসন ই. ওলড এবং আলেকজান্ডার উইনটন আরও উন্নত মােটরযান তৈরি করেন। ১৯০৩ সালে নাগাদ আমেরিকার ডিট্রইট পৃথিবীতে মােটরগাড়ি তৈরির কেন্দ্র হিসাবে পরিচিতি পায়। পরবর্তীকালে ধাপে ধাপে উন্নীত হয়ে তা আজকের উন্নত অবয়বে এসেছে।