“যাকাতের বিধান” বইটির সম্পর্কে কিছু কথা:
“আধুনিক প্রেক্ষাপটে যাকাতের বিধান” গ্রন্থে বর্তমান অবস্থায় যাকাতের উৎসগুলাে চিহ্নিত করা এবং ব্যবসায়ীগণ কিভাবে যাকাতের হিসাব করবেন তা দেখানাে হয়েছে। এছাড়া প্রতিটি সেক্টরের ভিন্ন ভিন্ন যাকাত বিবরণী ছক আকারে দেয়া হয়েছে। যুগ ও চাহিদার প্রেক্ষিতে গবেষণা ও দাওয়াত কার্যক্রম পরিচালনায় যাকাত ব্যয়ের প্রয়ােজনীয়তা আলােচিত হয়েছে।