“আমস্টারডাম ডায়েরি এবং অন্যান্য” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পশ্চিম ইউরােপের সমুদ্র পাড়ের ক্ষুদ্র দেশ হল্যান্ডের রাজধানী আমস্টারডাম। প্রায় সাতশ বছর পুরনাে এই ওলন্দাজ শহরে শাহাদুজ্জামান পড়াশােনার সূত্রে কাটিয়েছেন বছরখানেক। শাহাদুজ্জামান এ সময়ের একজন অন্যতম কথাসাহিত্যিক। তিনি যখন ভিনদেশী একটি শহরে বসবাসের অভিজ্ঞতার কথা লেখেন সেটি নিছক একটি ভ্রমণ বৃত্তান্ত থাকে না, পেয়ে যায় ভিন্নতর। মাত্রা। হিম, জলজ, বৃষ্টিমুখর আমস্টারডাম শহরের সঙ্গে জড়িয়ে আছে ঔপনিবেশিকের ইতিহাস, আছে ভ্যানগগ, রেব্রান্ট….।
আনা ফ্র্যাঙ্কের মতাে কিংবদন্তি নাম। কালাে গাভীর দুধ, ফুটবল, দিগন্তব্যাপী টিউলিপ ফুলের বাগান, আকাশের গায়ে উইন্ডমিলের পাখা কিংবা বৃহত্তম যৌন বিনােদন কেন্দ্রের আকর্ষণ পৃথিবীব্যাপী পর্যটকদের টেনে আনে এ শহরে। কিন্তু শাহাদুজ্জামান এ শহরের কেবল ঐ পর্যটক উপাদানের বিষয়ে লেখেননি, লিখেছেন এ শহরের আটপৌরে জীবনকে নিয়েও। তিনি বুঝতে চেয়েছেন এ শহরের জৌলুস এবং ক্লান্তিকে, ঘনিষ্ঠ হয়েছেন এ শহরে বসবাসকারী বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তের মানুষের সঙ্গে, জানতে চেয়েছেন তাদের আনন্দ, বেদনা, স্বপ্নের। কথা। এ ছাড়াও শাহাদুজ্জামান বেইজিং, হ্যানয়, রেঙ্গুন, কাঠমুন্ডুর মতাে উল্লেখযােগ্য কয়েকটি এশিয়ান শহরে ভ্রমণ করেছেন। তিনি এ বইয়ে সেসব শহরের অভিজ্ঞতার কথাও লিখেছেন। আমস্টারডাম ডায়েরি । এবং অন্যান্য তাই একজন সংবেদনশীল লেককের একটি নতুন ভূগােল, একটি নতুন সংস্কৃতি, অগণিত নতুন মানুষের মুখােমুখি হওয়ার অভিঘাতের বর্ণাঢ্য বিবরণ।