‘জীবনের তাৎপর্যের সন্ধানে : ম্যান’স সার্চ ফর মিনিং’ বইয়ের কিছু কথাঃ ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেলের মতো প্রতিভাবান এবং হিতৈষী চিকিৎসক, শিক্ষক ও লেখক আমাদের সমাজে বিরল। তার অন্যান্য রচনার মধ্যে ম্যান’স সার্চ ফর মিনিং বইটি পাঠকদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এবং অগনিত মানুষ এটি পাঠ করে উপকৃত হয়েছেন। ফ্র্যাঙ্কেলের মতে—সকলের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিজেদের জীবনের তাৎপর্য সন্ধান ও সনাক্ত করা প্রয়োজন। তিনি একাধারে একজন মনোবিজ্ঞানী, স্নায়ু ও মনোরোগ চিকিৎসক ছিলেন। বংশগতভাবে ইহুদি হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী তাকে সপরিবারে আটক করে কনসানট্রেশন ক্যাম্পে প্রেরণ করে। তিনি ব্যতীত তার পরিবারের বাকি সদস্যরা সেখানে নিহত হন। ফ্র্যাঙ্কেল ৪টি কনসানট্রেশন ক্যাম্পে ৩ বছর বন্দী জীবন অতিবাহিত করার পর ১৯৪৫ সালে যুদ্ধ শেষে মুক্তি লাভ করেন। তার নাৎসি ডেথক্যাম্পের প্রাত্যহিক জীবন ও আত্মিক অস্তিত্ব রক্ষা সম্পর্কিত অভিজ্ঞতা—বিভিন্ন প্রজন্মের পাঠক ও চিকিৎসকদের আজও আকৃষ্ট করে চলেছে। নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তার রোগীদের গুরুতর সমস্যাকে বিশ্লেষণ করে ফ্র্যাঙ্কেল এমন যুক্তি প্রদান করেছেন যে: জীবনের বিপর্যয়গুলোকে যদিও এড়ানো সম্ভব নয়, কিন্তু আমরা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারি কিভাবে প্রতিকূলতাকে মোকাবেলা করবো এবং কষ্টের তাৎপর্য আবিষ্কারের চেষ্টার মাধ্যমে মনোবল অক্ষুন্ন রাখবো। ফ্র্যাঙ্কেল প্রণীত চিকিৎসা পদ্ধতি লোগোথেরাপি, যে মৌলিক ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে তা হলো—মানুষের জীবনের মূল আকাঙ্ক্ষা সুখ-সন্ধান করা নয় বরং নিজের জীবনের তাৎপর্য সন্ধান করা। ম্যান’স সার্চ ফর মিনিং— সমগ্র বিশ্বে একটি অন্যতম ব্যবহারিক জ্ঞানসমৃদ্ধ গ্রন্থের স্থান অধিকার করেছে; এই রচনাটি থেকে আমরা আমাদের জীবনের প্রতিটি কর্মের তাৎপর্য আবিষ্কারের প্রেরণা পেতে পারি। এহসান উল হক
অনুবাদক: ম্যান’স সার্চ ফর মিনিং