“বাঙালির মুক্তির সংগ্রাম ও বঙ্গবন্ধু” বইয়ের ফ্ল্যাপে লেখা:
টুঙ্গিপাড়ার খােকা থেকে বিশ্বসভায় বঙ্গবন্ধু। বাঙালির মুক্তির সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। বাঙালির মুক্তির দূত হিসেবে তিনি আমাদের দিয়ে গেছেন স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ, লাল সবুজ পতাকা। তার দীর্ঘ সংগ্রাম জীবন নিয়ে লিখেছেন দেশের খ্যাতিমান লেখক, সাহিত্যিক বুদ্ধিজীবীগণ, বাঙালির মুক্তির সংগ্রাম ও বঙ্গবন্ধু গ্রন্থে উঠে এসেছে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারাজীবন। সেইসঙ্গে বাঙালির মুক্তির ইতিহাস। বিশ্বসভায় তিনি কালজয়ী, অমর হয়ে আছেন। এই মহান নেতার জন্মশতবার্ষিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এ গ্রন্থে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। সেইসঙ্গে স্মরণ করছি পনের আগস্টে শহীদ তাঁর পরিবারসহ মুক্তিযুদ্ধে সকল শহিদদের।