“কণ্ঠস্বর” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কণ্ঠস্বর কবি জাহিদুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। কিন্তু এই কাব্যগ্রন্থের কবিতাগুলাের বিষয়, কবির জীবনদর্শন, অনুভূতির গভীরতা, আর উপস্থাপনার মুন্সিয়ানা দেখে তা যেন বােঝার উপায় নেই। চেতনা, মূল্যবােধ, স্বদেশ, বাঙালি এই শব্দগুলাে জাহিদের প্রিয় শব্দ। এসব অনুষঙ্গকে ঘিরে জাহিদের আনন্দ-আশাবাদ, হতাশা-নৈরাশ্য, স্বপ্ন-আকাক্ষা আবর্তিত হয়েছে। আবার প্রকৃতির মধ্যে অনুভূতির শেকড়-বাকড় চারিয়ে দিয়ে আনন্দ নেয়া, উপভােগ করা কবির যেন স্বভাবের অংশ। নারীর প্রতি প্রেমকে কবি এমনভাবে প্রকাশ করেন, এযেন প্রকৃতি প্রেমের মতােই অকলঙ্ক, মনােময়। তবে জাহিদের কবিতায় যেটা যেকোনাে পাঠককে ভাবিয়ে তুলবে তা হচ্ছে এক তেজী তরুণের উপস্থিতি। এই তরুণ সত্তা-ই জাহিদুল ইসলামের কণ্ঠস্বর কাব্যগ্রন্থের প্রাণভােমরা। এই তেজী তরুণের প্রেম, বিদ্রোহ, আক্ষেপ, উভ্রান্তির মধ্যেই পাঠক খুঁজে পাবেন কবিকে আর কবির স্বপ্নকে।