প্রতিটি ভাষা শেখার আগে অবশ্যই নিজ নিজ মাতৃভাষা ভালােভাবে জানা উচিত। এজন্য মাতৃভাষার প্রতিটি বর্ণ, অক্ষর এবং শব্দকে সঠিকভাবে জানা প্রয়ােজন। যদি কেউ মাতৃভাষার প্রত্যেকটি বর্ণ, অক্ষর এবং শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাহলে পৃথিবীর সকল ভাষা উচ্চারণ করা তার জন্য সহজ হয়ে যাবে। মনােযােগ ব্যতিত কোনাে কাজই সুসম্পন্ন করা সম্ভব নয়, তাই ভাষা শেখার ব্যাপারে আপনাকে অবশ্যই মনােযােগী হতে হবে, সেজন্য আপনাকে সময় দিতে হবে এবং যে ভাষাটি শিখতে চাইছেন তার প্রতি আপনার ভালােবাসা এবং সম্মান থাকতে হবে, তা না হলে আপনার পক্ষে ভাষাটি শেখা সম্ভব নয়। জার্মান ভাষা ইউরােপের সবচেয়ে চলিত ভাষা বা অধিকাংশ মানুষই এ ভাষায় কথা বলেন, এদের মধ্যে জার্মান, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড মানুষ মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন আর বেলজিয়াম, পােল্যান্ড এবং নেদারল্যান্ডসের কিছু অংশের মানুষ এ ভাষায় অহরহ কথা বলেন।