বইটি সম্পর্কে কিছু তথ্যঃ
Die deutsche Sprache A1-বইটিতে বাংলায় জার্মান ভাষার প্রাথমিক ধারণা দেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় A2-লেভেল-এর এই বইটি। বাংলায় A2-লেভেলের ব্যাকরণ সংযুক্তির পাশাপাশি, প্রতি অধ্যায়েই অনুশীলন দিয়ে সাজানাে হয়েছে এ বইটি। প্রত্যেকটি ব্যাকরণের ব্যাখ্যার পরে উল্লেখিত অনুশীলন অংশের উত্তর মিলবে এখানে ব্যাকরণ বাংলায় ব্যাখ্যা করার পাশাপাশি জার্মান ভাষাকে আয়ত্তে আনার অনেক কৌশল আলােচনা করা হয়েছে। আশা করি বইটি A2 লেভেলের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।