পাপের পঙ্কিলতা, পাপের কাদা কেবল চোখের অশ্রুতে ধৌত হয়। যে কল্যানের পথে ধাবিত হয়, সে-ই পাপের শিকল থেকে বাঁচতে পারে। তোমার অন্তরকে একান্তে একটু সময় পাপের কদর্যতার কথা স্বরণ করিয়ে দাও। আশা করি চোখের বিলাপে সে সুদপদেশ গ্রহন করবে, পাপের পথ থেকে ফিরে আসবে।..
ভাই আমার এ দুনিয়া সেভাবেই ছুড়ে ফেলো, যেভাবে একে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতেন আমাদের সালাফে সালিহিন। অবশ্যম্ভাবী অন্তিম সফরের জন্য পাথেয় জোগাড় করো। তোমাদের সামনেই তো দিন যাচ্ছে, সপ্তাহ গড়িয়ে মাস আসছে, এক সময় পুরো বছরটাই ফুরিয়ে যাচ্ছে। শিক্ষা নাও এ থেকে। কারণ, সময়ের আবর্তনে এগিয়ে আসছে তোমার আমার শেষ সময়।