“ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজি” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
সরদার আবদুর রহমান রচিত বখতিয়ার খলজি বিষয়ে বাংলায় প্রথম পূর্ণাঙ্গ জীবনী “ইখতিয়ারউদ্দীন মােহাম্মদ বখতিয়ার খলজি’ বাংলাদেশের গ্রন্থজগতে একটি অনবদ্য সংযােজন। ইতিহাসের নিবিড় পাঠকমাত্রেই জানেন, বাংলাদেশের ইতিহাস রচনায় বিগত ৮০০ বছরের প্রসঙ্গ তুলতে গেলে ইখতিয়ারউদ্দীন মােহাম্মদ বখতিয়ার খলজির নাম অপরিহার্যভাবে উঠে আসবে। কেননা তার হাত দিয়েই এই সুদীর্ঘ সময়ের জন্য একটি বড় রকমের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। বলাই বাহুল্য, তিনি এখানকার ইতিহাসের দিক পরিবর্তনকারী নায়কদের মধ্যে অন্যতম। ফলে নানান তর্ক-বিতর্কের মধ্যেও তিনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক হয়ে আছেন।
লেখক বলেছেন, এই গ্রন্থটি নানান গবেষণামূলক প্রক্রিয়া থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগানাে হলেও এটি আদৌ কোন গবেষণা গ্রন্থ নয়। এটি মূলত সাধারণ পাঠকদের উদ্দেশ্য করে রচিত। যাতে তারা সহজভাবে এর রসাস্বাদন করতে পারেন। তবে এর সূত্র ও উৎসগুলি কাজে লাগিয়ে যে কোন অনুসন্ধানী মানুষ নতুন কিছু লেখার প্রেরণা খুঁজে পেতে পারেন। এছাড়াও এটি যেকোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের পাঠ্য বা রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে। এমন একটি গ্রন্থ প্রকাশ করে দিব্যপ্রকাশ খুবই সৃজনশীল মননের পরিচয় দিয়েছে বলে মনে করি।