“১০০ বিজ্ঞানিদের জীবনী” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বিশ্বের সেরা ১০০ বিজ্ঞানীর জীবনী গ্রন্থখানা রচনা করা খুবই কঠিন কাজ। আমরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে। ১০০ জনের নির্ভুল বর্ণনা সংগ্রহ করেছি। এরই মধ্যে দু’ চারজন প্রকাশক বিজ্ঞানীর জীবনী বের করে থাকলেও কেউই নির্ভুলভাবে তথ্য দিতে পারেননি বলে আমার ধারণা।
আমাদের ১০০ বিজ্ঞানীর জীবনীর মধ্যে যেসকল বিজ্ঞানীদের নাম এসেছে তাদের মাঝে কিছু সামনে পেছনে হতে পারে। আর যেসব বিজ্ঞানীদের নাম এই সংকলনে আসেনি, তা আমাদের ভুল নয়, তা হলাে সংগ্রহের অভাবে। তারপরও আপ্রাণ চেষ্টা করা হয়েছে সেরা বিজ্ঞানীদের নামগুলাে এই বইতে রাখতে।