“সোঁদা মাটির ঘ্রাণ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মােহম্মদ জহুরুল ইসলামের কাব্য বৈশিষ্ট্যের কথা বলতে গেলে যা বলা যায়; প্রকৃতি ও মানবের সাবলীল মেলবন্ধন, গভীর জীবনবােধ, দেশাত্মবােধের নিগূঢ় আবেগ ঘন আবেদন তার কাব্যগাথার প্রধান বৈশিষ্ট্য। কাব্য গভীরতাই অনন্য, মর্মস্পর্শী, স্মৃতিবিলাস, গভীর ভাবালুতায় পরিপূর্ণ, আর তার কাব্যগাথা চিত্রের ক্যানভাসের মতােই ভরপুর বিচিত্র রঙের ছবি। প্রতিটি লাইন জীবনের কথা বলে। নতুন আঙ্গিক এনেছেন বাংলা সাহিত্যে, তথা বাংলা কবিতা বলার রঙে-ঢঙে; নিঃসন্দেহে তা বলা যায়। যা পঠনে পাঠকের মুগ্ধতা আনবেই।