“অবশেষে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘অবশেষে’ উপন্যাসটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রচিত। আমাদের দেশে নারীদের প্রতি সহিংসতার হার দিন দিন বেড়েই চলেছে। এই সহিংসতার হাত থেকে রেহাই পাচেছনা কোলের ছােট মেয়ে শিশু থেকে শুরু করে কিশােরী, যুবতী এমনকি মধ্যবয়সী নারীও। এই সমাজে কিছু মন্দ লােক যেমন আছে তেমনি ভালাে মানুষের সংখ্যাও কম নয়। ভালাে মানুষগুলাের সাহায্যে মেহেরীকা কিভাবে তার জীবন যুদ্ধে জয় লাভ করলাে, সেটিই তুলে ধরা হয়েছে এখানে। এই উপন্যাসটির মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই আদিয়াত চরিত্রটির মতাে সেসব পুরুষদের, যারা যুগ যুগ ধরে নারীদের সম্মান রক্ষায় ভূমিকা রেখেছেন। ‘অবশেষে’ উপন্যাসটি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার প্রতিচ্ছবি। এর সাবলীল উপস্থাপনা, অনবদ্য প্রকাশভঙ্গি পাঠক হৃদয়ে স্থান পাবে বলে আমার বিশ্বাস।