প্রকৃত ভালোবাসা বেঁচে থাকে মনের গহিনে যতদূরেই থাকুক-না কেন ভালোবাসার সেই কাক্সিক্ষত মানুষটি, সে আসলে কখনোই দূরে থাকে না। কখনো কখনো দুজন ভালোবাসার মানুষের সমান ইচ্ছে থাকাসত্তে¡ও একে অপরকে নিজের করে পেতে ব্যর্থ হয়। কিন্তু কেন? এর জন্য আসলে কে দায়ী? বয়স, সময়, বাবার অর্থ, নাকি ভাগ্য। চলুন ভালোবাসা ছুঁয়ে গেলে বইটি পড়ে আমরা জানার চেষ্টা করি।